ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো

Jan 17, 2026 - 08:56
ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল পুরষ্কারটি উপহার হিসেবে দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে একান্ত বৈঠকে নিজের নোবেল শান্তি পুরস্কার দেওয়ার কথা সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

ট্রাম্পের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি সাক্ষাতের পর মাচাদো বলেন, "আমি মনে করি আজ আমাদের ভেনেজুয়েলাবাসীদের জন্য একটি ঐতিহাসিক দিন।"

এই বৈঠকটি এমন এক সময়ে হলো যার কয়েক সপ্তাহ আগে মার্কিন বাহিনী কারাকাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে এবং তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনে মামলা করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করে ট্রাম্প বলেন, এই পুরস্কার গ্রহণ করা ছিল "পারস্পরিক সম্মানের এক চমৎকার নিদর্শন"।

তবে ২০২৪ সালের বহুল বিতর্কিত নির্বাচনে মাচাদো জয়ের দাবি করলেও মার্কিন প্রেসিডেন্ট এখনো মাচাদোকে দেশটির নতুন নেতা হিসেবে স্বীকৃতি দেননি।

তার পরিবর্তে ভেনেজুয়েলায় অন্তর্বর্তী রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালনকারী ডেলসি রদ্রিগেজের সঙ্গে যোগাযোগ রাখছেন ট্রাম্প। রদ্রিগেজ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাবেক ভাইস-প্রেসিডেন্ট ছিলেন।

তবে মাচাদোর সঙ্গে সাক্ষাৎ করাকে নিজের জন্য "অনেক সম্মানজনক" বলে জানান ট্রাম্প। তিনি মাচাদোকে "অনেক কিছুর মধ্য দিয়ে যাওয়া একজন অসাধারণ নারী" হিসেবেও বর্ণনা করেন।

হোয়াইট হাউস থেকে বেরিয়ে গেটের সামনে জড়ো হওয়া সমর্থকদের সঙ্গে কথা বলেন মাচাদো। অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে জানা যায় তিনি স্প্যানিশ ভাষায় তাদের বলেন, "আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর ভরসা করতে পারি।"