জলঢাকার একমাত্র পলিটেকনিক ইনস্টিটিউট OIST-এ ২০২৫ এর ভর্তি চলছে
দ্যা ডেইলি ইমেজ বিডি প্রতিবেদকঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় কারিগরি শিক্ষার অগ্রদূত ও একমাত্র পলিটেকনিক প্রতিষ্ঠান OIST - OfP Institute of Science and Technology-এ ২০২৫ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
কারিগরি শিক্ষা, কর্মদক্ষতা ও ক্যারিয়ার গঠনের সমন্বিত ঠিকানা হয়ে উঠেছে OIST, যেখানে আধুনিক প্রযুক্তি, দক্ষ শিক্ষক এবং বিশ্বমানের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তোলা হচ্ছে আগামী দিনের উদ্যোক্তা ও প্রকৌশলী হিসেবে।
বর্তমানে ভর্তি চলমান বিভাগসমূহ:
১.অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং
২. সিভিল ইঞ্জিনিয়ারিং
৩. কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
কেন পড়বেন OIST- এ?
▪️ বিশ্বমানের কারিগরি শিক্ষা ব্যবস্থা
▪️ B.Sc ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দ
▪️ আধুনিক ল্যাবরেটরি ও ডিজিটাল লাইব্রেরি সুবিধা
▪️ আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থাপনা ও উপদেষ্টা প্যানেল (৬টি দেশের অভিজ্ঞতাসম্পন্ন পরামর্শদাতাগণ)
▪️ ইংরেজি ভাষা, তথ্যপ্রযুক্তি ও উদ্যোক্তা প্রশিক্ষণ সেবা
▪️ বিশেষ কর্ম-শিক্ষা পরিকল্পনা ও প্রশিক্ষণ সুবিধা
▪️ সুদবিহীন উদ্যোক্তা ফান্ড এবং প্রশিক্ষণ-সহায়তা
▪️ মনোরম ক্যাম্পাস, আবাসিক সুবিধা ও ছাত্রীবান্ধব পরিবেশ
▪️ সরকারি উপবৃত্তি ও বিভিন্ন স্কলারশিপ সুবিধা
▪️ অভাবী ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় ও সহায়তা
শিক্ষার পাশাপাশি কর্মদক্ষতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ:
▪️ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সরবরাহ করা হচ্ছে সম্পূরক শিক্ষাসামগ্রী ও আলাদা প্রশিক্ষণ
▪️ আধুনিক আইটি-বেইজড সহায়ক উপকরণ ও ক্লাস
▪️ প্র্যাকটিক্যাল কাজ ও প্রকল্পভিত্তিক শেখার সুযোগ
▪️ ছাত্রছাত্রীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য অনুকূল পরিবেশ
প্রাতিষ্ঠানিক তথ্যঃ
প্রতিষ্ঠান কোড: ১৪১৪৭, EIIN: ১৩৯২৭১
ঠিকানাঃ ডাবলব্রীজ, জলঢাকা-ডালিয়া সড়ক, বালাগ্রাম, জলঢাকা, নীলফামারী।
ভর্তির জন্য যোগাযোগ করুন আজইঃ
অনলাইন আবেদন ফরম: www.oist.tech/ao.php
Email: ao@oist.tech
www.oist.tech
মোবাইলঃ ▫️০১৩১৪-৬৮৩৪৩৬
▫️ ০১৩২১-২২৯২৩১
▫️ ০১৩২১-২২৯২৩৩
ভবিষ্যতের পথে আত্মবিশ্বাসী পদক্ষেপ নিন — আজই ভর্তি হোন OIST-এ ! কারিগরি শিক্ষা, দক্ষতা, ক্যারিয়ার ও উদ্যোক্তা হবার দিকনির্দেশনা নিয়ে গড়ে উঠুক আপনার স্বপ্নের আগামীকাল।