বিদায় ২০২৫, স্বাগতম ২০২৬

Jan 1, 2026 - 13:19
বিদায় ২০২৫, স্বাগতম ২০২৬

বিধান চন্দ্র রায়,দ্যা ডেইলি ইমেজ বিডিঃ

সময় কখন যে এক বছরের খাতা বন্ধ করে আরেকটি নতুন খাতা খুলে দেয়, তা টের পাওয়ার আগেই ঘটে যায়। দেখতে দেখতে বিদায় নিল ২০২৫—ঘটনা, উত্তেজনা, আশা ও হতাশার এক বৈচিত্র্যময় অধ্যায় নিয়ে।

২০২৫ সাল আমাদের জন্য সহজ ছিল না। রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি, শিক্ষা ও সামাজিক জীবন—সব ক্ষেত্রেই ছিল টানাপোড়েন। কোথাও আন্দোলন, কোথাও অনিশ্চয়তা, আবার কোথাও পরিবর্তনের প্রত্যাশা। এই বছর আমাদের শিখিয়েছে, সময় যত কঠিনই হোক, সত্য আর ন্যায়ের প্রশ্নে আপস না করার শিক্ষা।

তবে ২০২৫ কেবল হতাশার বছর ছিল না। এই বছর মানুষ নতুন করে প্রশ্ন করতে শিখেছে, সচেতন হয়েছে নিজের অধিকার নিয়ে। তরুণ সমাজ কথা বলেছে, সাধারণ মানুষ পরিবর্তনের স্বপ্ন দেখেছে—যা ভবিষ্যতের জন্য ইতিবাচক ইঙ্গিত।

আজ আমরা স্বাগত জানাচ্ছি ২০২৬ সালকে। নতুন বছরের কাছে প্রত্যাশা অনেক। ২০২৬ যেন হয় স্থিতিশীলতার বছর, জবাবদিহিতার বছর। রাষ্ট্র ও সমাজ পরিচালনায় স্বচ্ছতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার বছর হিসেবেই এই বছরকে দেখতে চায় দেশবাসী।

নতুন বছর হোক কৃষকের ন্যায্য অধিকার পাওয়ার বছর, শিক্ষার্থীদের নিরাপদ ও মানসম্মত শিক্ষার বছর, আর তরুণদের কর্মসংস্থানের বাস্তব সুযোগ তৈরির বছর। বিভাজনের রাজনীতি নয়, বরং ঐক্য ও সহনশীলতার চর্চাই হোক ২০২৬-এর বড় পরিচয়।

বিদায় ২০২৫—তুমি আমাদের অনেক কিছু শিখিয়ে গেলে।

স্বাগতম ২০২৬—তোমার কাছে প্রত্যাশা, তুমি আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথ দেখাবে।