সাংবাদিক গোলাম কাদের এর পিতার ইন্তেকালে শোক

Oct 8, 2024 - 16:32
সাংবাদিক গোলাম কাদের এর পিতার ইন্তেকালে শোক

এম হেলাল উদ্দিন নিরব, পটিয়া ( চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম কাদেরের পিতা মো: ইসমাইল প্রকাশ বাঁচা মিস্ত্রি (৮৬) সোমবার রাতে ইন্তেকাল করেছেন৷ ইন্নেলিল্লাহি রাজিউন।

মৃত্যুকাল তিনি স্ত্রী, ৬ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মঙ্গলবার পটিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড উত্তর গোবিন্দারখীল গুয়াদন্ডী এলাকায় বাদে জোহর আমিরুল আউলিয়া রহমানিয়া জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজের জানাজায় ইমামতি করেন আমির ভান্ডার দরকার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ শাহসূফি ফরিদুল আবছার আমিরী।

প্রেসক্লাব নেতৃবৃন্দ শোকপ্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।