বেরোবিতে পেশাগত দায়িত্ব ও কর্তব্য শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে নিরাপত্তা শাখায় কর্মরত কর্মচারীবৃন্দের জন্য ‘পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর, ২০২৪) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে বেরোবি ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আলোচক হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ, সহকারী প্রক্টর মোঃ আব্দুল্লাহ্-আল-মাহবুব এবং রিসোর্স পার্সন হিসেবে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সিটিএসবি) মোঃ হাবিবুর রহমান বক্তব্য প্রদান করেন। আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় নিরাপত্তা শাখায় কর্মরত কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।