তারাগঞ্জের বরাতী মাঠে নাইট শর্ট বাউন্ডারি ক্রিকেট খেলা অনুষ্ঠিত

Dec 22, 2024 - 03:55
তারাগঞ্জের বরাতী মাঠে নাইট শর্ট বাউন্ডারি ক্রিকেট খেলা অনুষ্ঠিত

মোঃ আশরাফুল ইসলাম, তারাগঞ্জ (রংপুর):

রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বরাতী উচ্চ বিদ্যালয় মাঠে নাইট শর্ট বাউন্ডারি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। বরাতী চরকডাঙ্গা যুব সমাজ আয়োজনে গত ২০ডিসেম্বর বরাতী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

বরাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইকরচালী মাঝাপাড়া জামে মসজিদের সভাপতি সেকেন্দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরম কেন্দ্রীয় কমিটির সহ- সাধারণ সম্পাদক ও বদরগঞ্জ উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম রসুল বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরাতী উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক যতী প্রসাদ সাহা ও দৈনিক সংবাদ পত্রিকার তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি তারাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম।

সর্বিক সহযোগিতা ও তত্বাবধায়নে ছিলেন, ইকরচালী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সদস্য রবিউল ইসলাম রবি ও বিশিষ্ট সমাজ সেবেক শেখ ফরিদ উদ্দিন সহ বিভিন্ন পেশা শ্রেনীর মানুষ উপস্থিত ছিলেন প্রমুখ।