জলঢাকায় আসছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

বিধান চন্দ্র রায়, নিজস্ব প্রতিবেদকঃ
বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করতে নীলফামারীর জলঢাকা উপজেলায় আসতেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন " দ্যা ডেইলি ইমেজ বিডি 'কে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, আগামীকাল বুধবার (২৫শে ডিসেম্বর) সকালে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁও সার্কিট হাউজ থেকে বালিয়াডাঙ্গী উপজেলায় যাবেন তিনি। পর্যায়ক্রমে বালিয়াডাঙ্গী,আটোয়ারী,তেতুলিয়া উপজেলায় অসহায় ও দুঃস্হদের মাঝে শীতবস্ত্র বিতরণ,বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম পরিদর্শন ও সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে দুপুর ১ টায় হ্যালিক্যাপ্টার যোগে জলঢাকা স্টেডিয়াম মাঠে অবতরণ করবেন।
পরে দুপুর ২ টায় জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন।দুপুর ২ টা ৩০ মিনিটে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আগমন উপলক্ষে উপদেষ্টাকে বহনকারী হেলিকপ্টার অবতরণের জন্য জলঢাকা স্টেডিয়াম মাঠ প্রস্তুত করা হয়েছে।
জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আগমন উপলক্ষে জলঢাকা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকাল বুধবার দুপুরে হেলিকপ্টারযোগে আসবেন তিনি।