বেরোবিতে পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

Jan 23, 2025 - 13:32
বেরোবিতে পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

বেরোবি প্রতিনিধিঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশী পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ হয়েছেন মর্মে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত অভিযোগ তদন্তে ৩ (তিন) সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার (২২ জানুয়ারি, ২০২৫) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী এই কমিটি গঠন করেন।

তিন সদস্যের এই কমিটিতে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. মোঃ তানজিউল ইসলামকে আহবায়ক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিককে সদস্য এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হান্নান মিয়াকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিকে অবিলম্বে প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়েছে।