চবিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু
চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা (১ মার্চ, ২০২৫) শুরু হয়েছে। এ পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একযোগে শুরু হয়েছে। এ-ইউনিটভুক্ত বিভিন্ন অনুষদের পরীক্ষা সকাল ১১:১৫ থেকে ১ টা পর্যন্ত সকল কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার ভর্তি পরীক্ষার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হলসমূহ পরিদর্শন করেন। এ সময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, এ-ইউনিট ভর্তি কমিটির কো-অর্ডিনেটর ও চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, যুগ্ম কো-অর্ডিনেটর ও চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, যুুগ্ম কো-অর্ডিনেটর ও চবি জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম কিবরিয়া, যুগ্ম কো-অর্ডিনেটর ও চবি মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস. এম. নসরুল কদির, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আলাউদ্দিন মজুমদার, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত ) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, বরিষ্ঠ শিক্ষকবৃন্দ,পরীক্ষা নিয়ন্ত্রক, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
উপাচার্য উৎসবমুখর পরিবেশে ভর্তি প্রার্থীদের ভর্তি পরীক্ষায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাসমূহ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, এলাকাবাসীসহ সকল মহলের সাথে আলোচনার মাধ্যমে সহযোগিতা কামনা করা হয়েছে। তাছাড়া ভর্তি পরীক্ষায় আগত অভিভাবকদের ক্যাম্পাসে যাতে কোন ধরনের অসুবিধা না হয় সে ব্যাপারে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের অভিবাবকদের জন্য বিভিন্ন হল, বিভিন্ন ভবনের অডিটোরিয়াম এবং ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে গাছের ছায়ায় শামিয়ানা টাঙ্গিয়ে চেয়ার বসিয়ে বসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিভাবকরা যাতে এ বিশ্ববিদ্যালয় থেকে ফিরে গিয়ে বলতে পারে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিলাম ছেলে-মেয়ে ভর্তি হবার সুযোগ পাক বা না পাক অন্তত ক্যাম্পাসটি ভালো লেগেছে।
সকলের সহযোগিতায় অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ও সুষ্ঠুভাবে আজকের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম জেলা প্রশাসন, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী ও সরকারী বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ট্রাফিক কর্তৃপক্ষ, রেলওয়ে কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ বিভাগ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, হাটহাজারী উপজেলা প্রশাসন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের অভিভাবকসহ ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার পরবর্তী ভর্তি পরীক্ষাসমূহে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা যাতে নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারে, সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।