৮ দফা দাবীতে কেন্দ্রীয় শহীদ মিনারে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সমাবেশ

কৃষি

Apr 20, 2025 - 00:28
Apr 20, 2025 - 00:30
৮ দফা দাবীতে কেন্দ্রীয় শহীদ মিনারে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সমাবেশ

অনলাইন ডেস্কঃ বাংলাদেশের কৃষি শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান বৈষম্য দূর ও উচ্চশিক্ষার সুযোগ সুনিশ্চিত করার লক্ষ্যে চলমান আন্দোলনের অংশ হিসেবে রোববার (২০ এপ্রিল ২০২৫) সকাল ৮টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এক বৃহৎ ছাত্র সমাবেশের ডাক দিয়েছে কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলন।

আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, দেশের সরকারি ও বেসরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কৃষি কলেজে অধ্যয়নরত কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ৮ দফা যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছে। এর মধ্যে অন্যতম দাবি হচ্ছে—একটি স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করা এবং কৃষি ডিপ্লোমা পাসকৃত শিক্ষার্থীদের জন্য পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি সুবিধা নিশ্চিত করা।

আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দাবি গুলোকে “যৌক্তিক” বলে স্বীকার করা হলেও এখন পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং রেজুলেশন ও আশ্বাসের নামে দাবি উপেক্ষার অপচেষ্টা চলছে। এমন পরিস্থিতিতে আগামীকালের সমাবেশ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আন্দোলনের উপদেষ্টা আবু নাঈম সিদ্দিক জানান,“শুধু আশ্বাস নয়, আমরা লিখিত প্রজ্ঞাপন চাই। কৃষিতে দক্ষ জনসম্পদ তৈরির পথে বারবার বৈষম্যের দেয়াল উঠানো হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না।আমরা গণমাধ্যমকর্মীদের আন্তরিকভাবে অনুরোধ করছি—আপনারা আপনার গণমাধ্যমের পক্ষ থেকে প্রতিনিধি পাঠিয়ে এই সমাবেশ কাভার করুন এবং দেশের জনগণের সামনে কৃষি শিক্ষার বাস্তবতা তুলে ধরুন।”

প্রসঙ্গত, দেশের ১৮টি সরকারি ও ১৬০টি বেসরকারি কৃষি কলেজে চার বছর মেয়াদি কৃষি ডিপ্লোমা কোর্সে প্রায় অর্ধলক্ষ শিক্ষার্থী অধ্যয়নরত। আন্দোলনকারী শিক্ষার্থীরা মনে করেন, তাঁদের দাবিগুলো পূরণ হলে দেশের কৃষি খাত আরও শক্তিশালী হবে এবং উন্নয়নের গতি পাবে।