প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

May 14, 2025 - 20:02
প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ছবিঃ সংরক্ষিত

ডেস্ক রিপোর্ট,দ্যা ডেইলি ইমেজ বিডিঃ দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান উপদেষ্টা ও সাবেক অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি-লিট) ডিগ্রি প্রদান করা হয়েছে।

বুধবার (১৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত সমাবর্তনে সভাপতিত্ব করেন উপাচার্য ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নোবেল বিজয়ী ড. ইউনূস, যিনি দীর্ঘ ৩৬ বছর পর নিজ বিশ্ববিদ্যালয়ে ফিরলেন।

অনুষ্ঠানে তাকে উত্তরীয় পরিয়ে দেন উপ-উপাচার্য (একাডেমিক) ড. শামীম উদ্দিন খান এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপ-উপাচার্য (প্রশাসন) ড. কামাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার ও ইউজিসি চেয়ারম্যান ড. এস. এম. এ. ফায়েজ।