রাবিতে জার্মানিতে উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ বৃহস্পতিবার ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজেজ (আইইওএল) এবং ডাড ইনফরমেশন সেন্টার, ঢাকার যৌথ উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০:৩০ মিনিটে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান।
সেমিনারে জার্মানিতে Study and Funding Opportunities (ResearchGrants, Study Scholarship) বিষয়ে রাবি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা দেন ডাড বাংলাদেশ এর আঞ্চলিক কর্মকর্তা মাহমুদুল হাসান সুমন। সেখানে প্রাসঙ্গিক বিষয়ে অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মোহাম্মদ সাজ্জাদুর রহিম ও ভাষা বিভাগের সংস্কৃত বিষয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর মঞ্জুলা চৌধুরীও বক্তব্য রাখেন।
সেমিনারে উপাচার্য তাঁর বক্তৃতায় বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং দেশ ও জাতির উন্নতির জন্য আমাদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হতে হবে। এজন্য প্রাপ্ত সকল সুযোগের সদ্ব্যবহার একান্ত প্রয়োজন। জার্মানি উচ্চশিক্ষা ও গবেষণার জন্য এক আদর্শ গন্তব্য হতে পারে। সেখানে উচ্চশিক্ষার সুযোগ আমাদের গ্রহণ করতে হবে। সেই লক্ষ্যে এই সেমিনার এক তথ্যের উৎস হতে পারে। তিনি এধরনের আরো সেমিনার ও কর্মশালার প্রতিও গুরুত্ব আরোপ করেন।
সেমিনারে কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।পরে সেমিনারে প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়।সংবাদ বিজ্ঞপ্তি।