টাকা দিয়ে ভোট কিনতে এলে ছুড়ে মারবেন: জলঢাকায় সারজিস আলম
বিধান চন্দ্র রায়, বিশেষ প্রতিনিধিঃ
“বিগত সময়ে যারা টাকা দিয়ে আপনাদের ভোট কিনে মুখ বন্ধ করে দিয়েছিল, এবার তাদের মুখে সেই টাকা ছুড়ে মারবেন।” — এমন আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (২৬ মে) বিকেলে নীলফামারীর জলঢাকার জিরোপয়েন্টে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। এনসিপির ‘বিচার, সংস্কার ও জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের দাবিতে এ পথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
সারজিস আলম বলেন, “আগামী নির্বাচন শুধু দ্রুত নয়, হতে হবে সুষ্ঠু ও স্বচ্ছ। দল দেখে নয়, ব্যক্তি ও নীতির ভিত্তিতে ভোট দিতে হবে, নইলে ভালো মানুষরা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেবে।”
সরকারের সমালোচনা করে তিনি বলেন, “খুনি হাসিনা ক্ষমতায় টিকে থাকতে হাজারো মায়ের বুক খালি করেছে। তার বিচার বাংলাদেশে অবশ্যই হওয়া উচিত। সেই বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার যেন দায়িত্ব হস্তান্তরের চিন্তাও না করে।”
এ সময় আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব ও আবু সাঈদ লিওনসহ স্হানীয় নেতৃবৃন্দ । কর্মসূচির মাধ্যমে এনসিপি জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং বিচার ও সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরতে চায় বলে জানান নেতারা।