রংপুরে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়, নিরাপত্তায় সাদা পোশাকের নজরদারি

Jun 6, 2025 - 19:38
রংপুরে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়, নিরাপত্তায় সাদা পোশাকের নজরদারি

স্টাফ রিপোর্টার, রংপুরঃ

রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে জেলার প্রধান ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। ঈদ জামাতকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধান জামাতে ইমামতি করবেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়োজিদ হোসাইন।

আবহাওয়া অনুকূলে না থাকলে প্রধান জামাত রংপুর জেলা মডেল মসজিদে দুই ধাপে অনুষ্ঠিত হবে—প্রথমটি সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়।

জেলা ও নগরীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে নিম্নরূপ:

.কিসামত মানজাই ঈদগাহ — সকাল ৯টা

.আরসিসিআই স্কুল মাঠ — সকাল ৮টা

.পশ্চিম নীলকণ্ঠ ঈদগাহ মাঠ — সকাল সাড়ে ৮টা

.পুলিশ লাইন্স স্কুল মাঠ — সকাল ৭টা

.কেরামতিয়া মাঠ — সকাল ৮টা

ঈদ জামাত নির্বিঘ্নে সম্পন্ন করতে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সাজসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, কালেক্টরেট ঈদগাহ মাঠে শামিয়ানা টাঙানোর কাজ চলছে। মাঠের গেট নির্মাণ এবং পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন হয়েছে। একইভাবে নগরীর অন্যান্য বড় ঈদগাহেও জোর প্রস্তুতি চলছে।

নামাজে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির পাশাপাশি পুলিশের নিয়মিত টহল ও চেকপোস্ট বাড়ানো হয়েছে। জেলা পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল টিমও মাঠে থাকবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।