জলঢাকা ডিগ্রি মহাবিদ্যালয়ের নতুন অধ্যক্ষ মোজাফ্ফর হোসেন
জলঢাকা প্রতিনিধিঃ জলঢাকা সরকারি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক মো: মোজাফ্ফর হোসেন।
বুধবার (১৬ এপ্রিল) জোহরের নামাজ শেষে কলেজ মসজিদে তাঁর সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, নবনিযুক্ত অধ্যক্ষ মো: মোজাফ্ফর হোসেন কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
এর আগে তিনি রংপুর কারমাইকেল সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর পূর্বে এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রভাষক সেলিমুর রহমান সেলিম। জলঢাকার প্রাচীনতম বিদ্যাপীঠের অধ্যক্ষ পদে দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।