জলঢাকায় কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিকের মৃত্যু
বিধান চন্দ্র রায়, দ্যা ডেইলি ইমেজ বিডিঃ
নীলফামারীর জলঢাকায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই নারী শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিটে জলঢাকা পৌরসভার রংপুর–ডিমলা আঞ্চলিক মহাসড়কের চৌকিদারের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী শ্রমিকের নাম সুমিত্রা রানী ওরফে পাতা রানী (২৬)। তিনি জলঢাকা উপজেলার পশ্চিম কাঠালী ভোগমারী এলাকার বাসিন্দা এবং জলঢাকা মিলিয়ন গোল্ড (ইউনিট–১) কোম্পানির শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কোম্পানির শ্রমিকদের বহনকারী একটি অটোরিকশা কর্মস্থলে যাওয়ার পথে রংপুরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই পাতা রানী নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা আরও দুই নারী শ্রমিক—দিতি রানী (২৫) ও ভগবতী রায় (২৭) গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর ঘন কুয়াশার সুযোগ নিয়ে ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটি শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের না করায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।