বিএনপির ৫৯ নেতাকে একযোগে বহিষ্কার
অনলাইন ডেস্কঃ আসন্ন নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় একযোগে ৫৯ জনকে বহিষ্কার করেছে বিএনপি।
বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত জানায় দলটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি বলেছে, "দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য" এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ৩০শে ডিসেম্বর খালেদা জিয়া যেদিন মারা যান, সেদিনও বিএনপির স্ট্যান্ডিং কমিটির এক বৈঠকে রুমিন ফারহানাসহ নয়জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে।