গবেষণায় গতি আনতে বারটান পরিদর্শন কৃষি উপদেষ্টার

Jun 10, 2025 - 12:17
গবেষণায় গতি আনতে বারটান পরিদর্শন কৃষি উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদকঃ মাননীয় কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী গত ৯ জুন (সোমবার) কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউট (বারটান) পরিদর্শন করেন। কৃষি মন্ত্রণালয়ের অভিভাবক এবং বারটান পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে অবস্থিত ইনস্টিটিউটের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে এর অবকাঠামো ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপদেষ্টা মহোদয় বারটানের চলমান গবেষণা, প্রশিক্ষণ ও প্রদর্শনী কার্যক্রম ঘুরে দেখেন এবং দেশের পুষ্টিমান উন্নয়নে প্রতিষ্ঠানটির কার্যকর অবদান নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বারটানের প্রশাসনিক ভবনের পাশে অবস্থিত ঔষধি উদ্ভিদ প্লটে একটি অর্জুন গাছ রোপণ করেন।

পরবর্তীতে তিনি গবেষণা ও প্রদর্শনী প্লট, পোলট্রি ও গবাদিপশু শেড, আধুনিক যন্ত্রপাতিসম্পন্ন ল্যাবরেটরি ইত্যাদি ঘুরে দেখেন এবং বারটানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন বারটানের নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব রেহেনা আকতার, নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ইনস্টিটিউটের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।