ডিমলায় অতিরিক্ত ভাড়া ফেরত, বিভিন্ন বাস কোম্পানিকে জরিমানা
মো: জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া ও ডিমলা বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী বাসগুলোর বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১২ জুন) পরিচালিত এ অভিযানে বিআরটিএ নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫টি মামলায় বিভিন্ন বাস কোম্পানিকে অর্থদণ্ড প্রদান করা হয়। সেইসঙ্গে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়াও তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন ডিমলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার। সহযোগিতা করেন ডিমলা থানা পুলিশ ও নীলফামারী সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা এই অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে ঈদ বা বিশেষ সময় এলেই অতিরিক্ত ভাড়া আদায় করে আসছিল বাস কোম্পানিগুলো। এমন অভিযানে সাধারণ যাত্রীরা স্বস্তি ফিরে পেয়েছে এবং নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন তারা।