আহমেদাবাদে উদ্ধারকাজ শেষ, জীবিত এক

Jun 13, 2025 - 22:29
আহমেদাবাদে উদ্ধারকাজ শেষ, জীবিত এক

অনলাইন ডেস্কঃ আহমেদাবাদে ভেঙ্গে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানে আর কারও জীবিত থাকার সম্ভাবনা নেই।

বিমান পরিবহন সংস্থাটি জানিয়েছে যাত্রী ও ক্রু সদস্য মিলিয়ে ২৪২ জনের মধ্যে মাত্র একজনই জীবিত রয়েছেন, মৃত্যু হয়েছে ২৪১ জনের। উদ্ধার কাজও শেষ করার ঘোষণা দিয়েছে দেশটির অসামরিক বিমান পরিবহন মন্ত্রক।

তবে মোট কতজন মারা গেছেন তা সরকারিভাবে এখনও ঘোষণা করা হয় নি। বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন, গুজরাত সরকার সিদ্ধান্ত নিয়েছে সব দেহগুলির ডিএনএ পরীক্ষা করে তবেই নিশ্চিত ভাবে মৃতের সংখ্যা জানাবে তারা।

যে হাসপাতালে দেহগুলি রাখা আছে, সেখানেই ডিএনএ পরীক্ষার জন্য অপেক্ষা করছেন নিহতদের আত্মীয়-স্বজনরা।