দেশজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, সতর্ক থাকতে বলছে আবহাওয়া অফিস

Jun 16, 2025 - 08:36
দেশজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, সতর্ক থাকতে বলছে আবহাওয়া অফিস

ডেস্ক রিপোর্টঃ আগামী কয়েক দিন দেশের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যে মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, এ বৃষ্টির সঙ্গে সঙ্গে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। এমন আবহাওয়া আরও অন্তত এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক প্রথম আলোকে বলেন, ‘‘দেশের আকাশে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। ফলে খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রামসহ অধিকাংশ স্থানে এবং ঢাকা বিভাগের অনেক জায়গায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে।’’

তিনি আরও জানান, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন এলাকাতেও দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, শেষ ২৪ ঘণ্টায় (শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত) দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফেনী জেলায়, যেখানে ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর দেশবাসীকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে এবং বিশেষ করে নদী তীরবর্তী ও পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে, কারণ অতিবৃষ্টিতে নদী উপচে বা পাহাড় ধসে দুর্ঘটনার আশঙ্কা বাড়তে পারে।