নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত -১, আহত - ৩

Jun 15, 2025 - 20:29
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত -১, আহত - ৩

মো: জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় আজিজুল ইসলাম(২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (১৫জুন) বেলা ৩ টার দিকে জেলা সদরের পশ্চিম কুচিয়ার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের বারোঘড়িয়া এলাকার মৃত. সোবহান আলীর ছেলে। দুর্ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন। তাদের নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, কয়েকজন যাত্রী নিয়ে সৈয়দপুর থেকে নীলফামারী আসার পথে একটি ভ্যান এবং নীলফামারী থেকে সৈয়দপুর যাওয়ার পথে এক মোটর সাইকেলের ঘটনাস্থলে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে ভ্যানের যাত্রী আজিজুল ইসলাম মারা যান।

নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া আহত ৩ জন নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।