দূর্নীতির অভিযোগে বরখাস্ত হলেন জলঢাকার সেই ভূমি উপসহকারী কর্মকর্তা

Jan 21, 2025 - 04:07
Jan 21, 2025 - 04:17
দূর্নীতির অভিযোগে বরখাস্ত হলেন জলঢাকার সেই ভূমি উপসহকারী কর্মকর্তা
ছবিঃ ভিডিও থেকে সংগৃহীত

বিধান চন্দ্র রায়,দ্যা ডেইলি ইমেজ বিডিঃ

নীলফামারীর জলঢাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্রুত পদক্ষেপে দূর্নীতির অভিযোগে শৌলমারী ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপসহকারী কর্মকর্তা মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এ আদেশ জারী করেন।সাময়িক বরখাস্ত হওয়া জলঢাকার প্রাক্তন ভূমি উপসহকারী কর্মকর্তা মিজানুর রহমান চৌধুরী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের ভূমি অফিসের ভূমি উপসহকারী কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন।তার বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । 

জানা গেছে, সেই ভূমি উপসহকারী কর্মকর্তা শৌলমারী ইউনিয়নে চাকুরীরত অবস্থায় জমির খাজনা খারিজের জন্য বিভিন্ন জনের কাছ থেকে নিয়েছেন হাজার-হাজার টাকা, কিন্তু করেন নি কাজ। বরং অতিরিক্ত টাকা না দিলে খাজনা খারিজের জন্য গ্রাহককে দিনের পর দিন ঘুরাতেন।এখানেই থেমে থাকেননি তিনি।খাবার,পান,তেল,ঔষধের দোকানে হাজার - হাজার টাকা বাকি রেখে দিতেন না টাকা, পাওনা টাকা চাইলে দিতেন হুমকি-ধামকি।ভুক্তভোগীরাও ভয়ে মুখ খোলার সাহস পেতেন না।কিন্তু চাকুরীর বদলিজনিত কারণে শেষ কর্মদিবসে তাকে ছাড় দেননি এলাকাবাসী।টাকা না দিলে পাওনাদাররা তাকে আটকে রাখেন।এর বিরুদ্ধে বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) দুর্নীতির ভিডিওসহ প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ও দৈনিক কালবেলা পত্রিকায় প্রকাশিত হয়।জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) (অ:দা) ৩১.০২.৭৩৩৬,০০০,০২,০৮৭,২০-৫৪ নং স্মারকে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত পত্র প্রেরণ করার প্রেক্ষিতে এ ব্যবস্হা গ্রহণ করা হয়।

এ অভিযোগের ব্যাপারে কচুকাটা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপসহকারী কর্মকর্তা মিজানুর রহমান চৌধুরীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।