গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার, রংপুরঃ
কুড়িগ্রাম জেলার উলিপুরে এক গৃহবধূকে ধর্ষণ মামলার প্রধান আসামি বেলাল হোসেন বিন্তু (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
(১৭ আগস্ট) শনিবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বেলাল হোসেন বিলু উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর কাশারিয়ারঘাট এলাকার শহিদুর রহমানের ছেলে।
জানা গেছে, স্বামী ঢাকায় রাজমিস্ত্রির কাজ করায় ওই গৃহবধূ তবকপুরে নানার বাড়িতে থাকতেন। অভিযুক্ত বেলাল হোসেন বিন্ধু বিভিন্ন সময়ে একা পেয়ে ওই গৃহবধুকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন গত গত৩০/১২/২০২৩ তারিখ দুপুরে নানার বাড়ী সংলগ্ন ঈদগাহ মাঠে যান গৃহবধূ। এ সময় অভিযুক্ত বেলাল হোসেন বিন্ধু (২৫) ও তার সহযোগী নাজমুল ইসলাম (৩১), রায়হান আহাম্মেদ (২৫), সাগর কুমার (২৩) ও রাকিব হাসান জুয়েল (২১) ওই গৃহবধুকে জোরপূর্বক মোটর সাইকেলে তুলে নিয়ে অপহরন করেন।
পরে রাতে ধরনীবাড়ি ইউনিয়নের বামনেরহাট সংলগ্ন চেয়ারম্যানের পুকুর পাড়ের পাহারার ঘরে বেলাল হোসেন বিলু ওই গৃহবধূকে একাধিকবার লর্ষণ
করেন। পরদিন ভোরে ওই
গৃহবধুকে বিলু ও তার সহযোগিরা চৌমুহনী বাজারে রেখে চলে
যায়।
উক্ত ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেন মামলায়
তদন্তকারী কর্মকর্তা উপ
পরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, গত ১ জানুয়ারি
মামলার আসামী নাজমুল ইসলাম (৩১), রায়হান আহাম্মেদ (২৫),
সাগর কুমার (২৩) ও রাকিব হাসান জুয়েল (২১) কে গ্রেফতার
করা হয়। মামলার প্রধান আসামি বেলাল হোসেন বিলু (২৫) দীর্ঘদিন থেকে পলাতক ছিল। শনিবার (১৭ আগস্ট) রাতে অভিযান ঢালিয়ে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার হয়।
(১৮ আগস্ট) রবিবার দুপুরে উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম জানান, আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।