রংপুরে জুয়েলার্সের অভিনব চুরির আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, রংপুর:
রংপুর শহরের তিলক বসাকের বেতপট্রি এলাকার "লক্ষ্মী জুয়েলার্স"-এ গত ১৪ মে সংঘটিত চাঞ্চল্যকর ও অভিনব কায়দার চুরির ঘটনায় জড়িত আন্তঃজেলা চোরচক্রের পাঁচ নারী সদস্যকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
জানা যায়, ঘটনার পরপরই আসামিরা স্থানীয় না হওয়ায় তাদের শনাক্তকরণ কঠিন হয়ে দাঁড়ায়। তবে গোয়েন্দা শাখার (ডিবি) তদন্তকারী কর্মকর্তা অশোক কুমার চৌহান সার্বক্ষণিক চৌকস তদন্তের মাধ্যমে দ্রুতই আসামিদের পরিচয় নিশ্চিত করেন।
পরে রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনারের নির্দেশনায় ডিবির একটি বিশেষ টিম ১৮ সেপ্টেম্বর রাতভর ঢাকার যাত্রাবাড়ী ও মুগদা এলাকায় অভিযান পরিচালনা করে চক্রটির পাঁচ নারী সদস্যকে গ্রেফতার করে। এসময় চুরির সঙ্গে সংশ্লিষ্ট কিছু আলামতও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা যশোর, সাতক্ষীরা, কিশোরগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা। তাদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে তারা সর্বদা সচেষ্ট। শান্তিপূর্ণ রংপুর শহর গড়ে তুলতে পুলিশের পাশাপাশি সাধারণ নাগরিকদের সহযোগিতাও অত্যন্ত প্রয়োজন।