সৈয়দপুরে মহিলা লীগ নেত্রী গ্রেফতার
সৈয়দপুর প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুরে ববি নামের এক মহিলা আওয়ামী লীগ নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার (১২ ফ্রেবুয়ারী) দুপুরে উপজেলা শহরের বাবুপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ববি শহরের নতুন বাবুপাড়া এলাকার বাবলুর স্ত্রী।তিনি পৌরসভার ১২নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পৌর শহরের পাঁচমাথা মোড়ে পায়ে গুলিবিদ্ধ হন বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের নুর ইসলাম। এরপর একই বছরের ৬ সেপ্টেম্বর তিনি (নুর ইসলাম) বাদী হয়ে ৬৩ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন। ওই মামলায় ববিকে আজ গ্রেফতার করা হয়। তিনি এজাহারনামীয় আসামি ছিলেন।