ডাকসু ও হল সংসদ নির্বাচনঃ ভোটার তালিকায় নাম পেতে ১৫ জুলাইয়ের মধ্যে ভর্তি শেষের নির্দেশ

Jul 9, 2025 - 00:46
ডাকসু ও হল সংসদ নির্বাচনঃ ভোটার তালিকায় নাম পেতে ১৫ জুলাইয়ের মধ্যে ভর্তি শেষের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে পুরোদমে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী এখনও আনুষ্ঠানিকভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেননি, তাদের আগামী ১৫ জুলাই ২০২৫ তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে বিশ্ববিদ্যালয় আইডি কার্ড হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা নির্বাচনে ভোট প্রদান কিংবা প্রার্থী হওয়ার সুযোগ হারাবেন বলেও উল্লেখ করা হয়েছে নির্দেশনায়।

ডাকসু ও হল সংসদ নির্বাচনের চীফ রিটার্নিং কর্মকর্তা এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ, ইনস্টিটিউট, হল ও দপ্তরসমূহকে ইতোমধ্যে এ বিষয়ে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য সকল শিক্ষার্থীর সক্রিয় সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে শিক্ষার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে ভর্তি ও পরিচয়পত্র হালনাগাদ করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।