এক দিনের সফরে দিনাজপুরে আসছেন কৃষি ও খাদ্য উপদেষ্টা
বিধান চন্দ্র রায়,দ্যা ডেইলি ইমেজ বিডিঃ
কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এক দিনের সফরে আগামী ১৬ মে বৃহস্পতিবার দিনাজপুর আসছেন।
সফরসূচি অনুযায়ী, তিনি দুপুর ১২টা ৩০ মিনিটে সদর উপজেলার মোশাররফগঞ্জ ইউনিয়নের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উপকেন্দ্র পরিদর্শন করবেন। সেখানে কৃষি বিভাগের আয়োজিত সভায় জেলা প্রশাসন, পুলিশ, আইন-শৃঙ্খলা বাহিনী ও কৃষি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
বিকেল ৪টায় তিনি বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করবেন এবং কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করবেন। পরে বিকেল ৬টায় রংপুর বিভাগীয় কার্যালয়ে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন উপদেষ্টা।
সফরকালে কৃষি ও খাদ্য উপদেষ্টার একান্ত সচিব কাজী হাফিজুল আমিন তার সঙ্গে থাকবেন।