ভারত–পাকিস্তানকে সংযমের আহ্বান

May 8, 2025 - 07:10
ভারত–পাকিস্তানকে সংযমের আহ্বান

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা এবং ভারতে পাকিস্তানের গোলাবর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বিশ্বনেতারা। তবে ইসরায়েল ভারতকে সমর্থন জানিয়ে বলেছে, তারা ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তানও ভারতে গোলাবর্ষণ করে। হামলায় এখন পর্যন্ত পাকিস্তানে ২৬ জন এবং ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে ১৫ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

পারমাণবিক অস্ত্রধারী এই দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান সংঘাত নিয়ে বিশ্বনেতারা প্রতিক্রিয়া জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এটা হতাশার। মাত্রই এ খবর শুনেছি। আমার মনে হয়, অতীত ইতিহাসের ভিত্তিতে মানুষ বুঝতে পেরেছিল যে কিছু একটা ঘটতে যাচ্ছে। তারা (ভারত-পাকিস্তান) দীর্ঘদিন ধরে লড়াই করছে। তারা অনেক, অনেক দশক ধরে লড়াই করছে। আমি আশা করি, এটা খুব দ্রুত শেষ হবে।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তিনি ভারত ও পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ‘এক্স’-এ বলেছেন যে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি আরও বলেন, পারমাণবিক শক্তিধর এশিয়ার এই দুই প্রতিবেশীর মধ্যে শান্তিপূর্ণ সমাধানের জন্য কাজ চালিয়ে যাবে ওয়াশিংটন।

ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মহাসচিবের পক্ষ থেকে এক বিবৃতিতে তাঁর একজন মুখপাত্র বলেছেন, নিয়ন্ত্রণরেখায় (এলওসি) এবং আন্তর্জাতিক সীমান্তে ভারতের সামরিক অভিযান নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। তিনি উভয় দেশের প্রতি সর্বোচ্চ সামরিক সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। মহাসচিব আরও বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের ভার বিশ্ব বহন করতে পারে না।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘ভারত ও পাকিস্তান প্রতিবেশী দেশ, যাদের কোনোভাবে দূরে সরানো সম্ভব নয়। তারা একই সঙ্গে চীনেরও প্রতিবেশী।’

ইউরোপের দেশ ফ্রান্স ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শন করতে বলেছে। টিএফওয়ান টেলিভিশনে এক সাক্ষাৎকারে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারট বলেছেন, ‘সন্ত্রাসবাদের ভয়াবহতা থেকে ভারতের আত্মরক্ষার আকাঙ্ক্ষা আমরা বুঝতে পারছি। তবে আমরা স্পষ্টতই ভারত ও পাকিস্তান উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানাই, যেন উত্তেজনা বৃদ্ধি না পায় এবং অবশ্যই বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে হবে।’

সরকারি এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শন, উত্তেজনা কমানো এবং উত্তেজনা বৃদ্ধি প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রুভেন আজার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে বলেছেন, ‘ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে।’

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, তাঁরা ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক দ্বন্দ্ব নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানান তিনি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও উভয় পক্ষকে সংযম দেখাতে বলা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনাকে গভীর উদ্বেগের বিষয় বলেছেন। তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। বিবৃতিতে তিনি আশা প্রকাশ করে বলেন, উভয় পক্ষ এখনো উত্তেজনা প্রশমনের পথ খুঁজে নিতে পারে। পাশাপাশি ইরান ভারত ও পাকিস্তান দুই পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

কাতার জানিয়েছে, তারা গভীর উদ্বেগের সঙ্গে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাময় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কাতার কূটনৈতিক উপায়ে এ সংকট সমাধানের আহ্বান জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘উভয় দেশের মধ্যে যোগাযোগের পথ খোলা রাখা এখন অত্যন্ত জরুরি।’

তুরস্ক ভারত ও পাকিস্তানকে সুচিন্তিত ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে। তুরস্ক জানিয়েছে, ভারতের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ একটি ‘পূর্ণাঙ্গ যুদ্ধের’ ঝুঁকি তৈরি করেছে।

ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার বলেন, ‘ভারতের আত্মরক্ষার অধিকারকে ইসরায়েল সমর্থন করে। সন্ত্রাসীদের জানা উচিত নিরীহ মানুষের নৃশংসতা চালিয়ে তারা কোথাও পালিয়ে বাঁচতে পারবে না।’

আল জাজিরা।