ডিমলায় জেলা পরিষদ, নীলফামারীর অর্থায়নে শিক্ষার্থীকে স্কুলব্যাগ, টিফিন বক্স বিতরণ

Jul 18, 2025 - 17:36
ডিমলায় জেলা পরিষদ, নীলফামারীর অর্থায়নে শিক্ষার্থীকে স্কুলব্যাগ, টিফিন বক্স বিতরণ

মো: জাহিদুল ইসলাম,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারী জেলার জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ডিমলা উপজেলায় প্রান্তিক পর্যায়ের দরিদ্র পরিবারের প্রাথমিক বিদ্যালয়ের ৪০০ শিক্ষার্থীকে জেলা পরিষদ, নীলফামারীর অর্থায়নে মানসম্পন্ন স্কুলব্যাগ, টিফিন বক্স ও পানির বোতল বিনামূল্যে বিতরণ করেন। 

এ সময়ে উপস্থিত ছিলেন জেলা পরিষদ, নীলফামারীর মান্যবর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) জনাব দীপঙ্কর রায়, উপজেলার সন্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: ইমরানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা রহমানসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক, নীলফামারী মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে বলেন, 'আমাদের শিশুরা আমাদের ভবিষ্যত, পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করে তাদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, তবেই সমাজ ও দেশ বদলে যাবে'।

পরবর্তীতে, তিনি প্রতিবন্ধী ও প্রতিবন্ধীতার ঝুকিতে থাকা মানুষদেরকে হুইল চেয়ার বিতরন এবং গরীব কৃষক দের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন। এছাড়াও, তিনি ডিমলা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন সহ জেলা প্রশাসনের অভিনব উদ্যোগ 'হিমোগ্লোবিন' এর ব্লাড ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন।