জলঢাকায় করতোয়া পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপন
উত্তরাঞ্চলের অন্যতম পাঠকপ্রিয় দৈনিক করতোয়া পত্রিকার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী জলঢাকায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করতোয়ার জলঢাকা প্রতিনিধি ও এস.এ. টিভির নীলফামারী জেলা প্রতিনিধি, প্রেসক্লাব জলঢাকার সাবেক সভাপতি আলহাজ্ব মাহাবুবর রহমান মনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জলঢাকা আলহেরা এডুকেয়ার হোমের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সিদ্দীকুর রহমান সিদ্দীক। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ জাহান কবীর লেলিন।
প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মাহাদী হাসান মানিক, মনিরুজ্জামান লেবু, রাশেদুজ্জামান সুমন, আল-ইকরাম বিপ্লব চিশ্তী, রিয়াদুল ইসলাম রিয়াদ, নজরুল ইসলাম মানিকসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, করতোয়া শুধু একটি সংবাদপত্র নয়—এটি উত্তরাঞ্চলের মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “হাঁটি হাঁটি পা পা করে ৫০ বছরের পথচলার পর করতোয়া আজ ৫১ বছরে পদার্পণ করেছে, যা পাঠকের ভালোবাসা ও আস্থারই প্রতিফলন।”
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার জলঢাকা উপজেলা সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার জলঢাকা প্রতিনিধি আল-ইকরাম বিপ্লব চিশ্তী। সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক যুগের আলো পত্রিকার জলঢাকা প্রতিনিধি মাইদুল হাসান।
আলোচনা শেষে অতিথিবৃন্দ কেক কেটে করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপন করেন। এ সময় জলঢাকা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা, জাতীয় সাংবাদিক সংস্থা, বাংলাদেশ প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা করতোয়া পত্রিকার দীর্ঘায়ু কামনা করেন।