নীলফামারীর কিশোরগঞ্জে অনির্দিষ্টকালের জন্য কর্মস্থল বর্জনের ঘোষণা শিক্ষকদের

Sep 1, 2024 - 08:42
Sep 1, 2024 - 08:43
নীলফামারীর কিশোরগঞ্জে অনির্দিষ্টকালের জন্য কর্মস্থল বর্জনের ঘোষণা শিক্ষকদের

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ

অনির্দিষ্টকালের জন্য কর্মস্থল বর্জনের ঘোষণা দিয়েছেন নীলফামারীর কিশোরগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের অপসারণের প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে গতকাল শনিবার এ ঘোষণা দেওয়া হয়।

এ দিন বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চবিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ৬৯টি প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষককের সর্বসম্মতিক্রমে অনির্দিষ্টকালের জন্য স্কুল, কলেজ, মাদ্রাসা বর্জনের ঘোষণা দেওয়া হয়।

এ সময় উপজেলার মুশরুত পানিয়াল পুকুর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আসাদুল ইসলাম বলেন, একটি স্বার্থান্বেষী মহল কতিপয় শিক্ষার্থীকে দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের অপসারণ ও সহকারী শিক্ষকদের লাঞ্ছিত করার চেষ্টার প্রতিবাদে গত মঙ্গলবার মানববন্ধন, বিক্ষোভ ও ইউএনওর মাধ্যমে শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ নিয়ে তেমন কোনো প্রতিকার না পাওয়ায় প্রতিষ্ঠানপ্রধানেরা পদত্যাগের চেষ্টাসহ নিরাপত্তাহীনতা ভুগছেন।