ভোলায় গুজব প্রতিরোধে মতবিনিময় সভা
আঞ্চলিক তথ্য অফিস বরিশালের আয়োজনে ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা আজ (বুধবার) ভোলা জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, গুজব হলো একধরনের মিথ্যাচার। বিশেষ করে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ভিউ বাড়ানোর জন্য সংবাদ যাচাই না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রচার করে। এ ধরনের গুজব ছড়িয়ে পড়ে সমাজে বিভিন্ন অস্থিরতা সৃষ্টি করে।
তিনি বলেন, গুজব শুধু সংবাদের মাধ্যমে ছড়ায় না, ভুল ছবি ব্যবহার বা তথ্য বিকৃতির মাধ্যমেও গুজব ছড়িয়ে পরে। প্রত্যন্ত অঞ্চলে মানুষের মুখে মুখে নানা গুজব ছড়িয়ে পরে যা সাধারণ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করে। অনেক সময় গুজবের কারণে বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়। এর ফলে সাধারণ মানুষ নানা হয়রানির শিকার হয়।
সাংবাদিকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, সাংবাদিকদের কলমের ধার গুজব প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হয়ে গুজব প্রতিরোধে এগিয়ে আসি, তাহলে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি রোধ করা সম্ভব।
উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকবৃন্দ বলেন, গুজব ছড়িয়ে সমাজে বিভিন্ন অসংগতিমূলক কাজ করা হয়। গুজব প্রচারকারীদের সর্বোচ্চ শাস্তির আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এতে গুজব সৃষ্টিকারীরা নিজেদের সংবরণ করবে।
অংশ গ্রহণকারীরা আরও বলেন, গুজব প্রতিরোধে প্রশাসন, তথ্য অফিস ও গণমাধ্যমকর্মীদের মাঝে একটি সমন্বয় ঘটিয়ে মিডিয়া সেল গঠন করে একজন কর্মকর্তাকে দায়িত্ব দিতে হবে। এভাবে অনলাইন পোর্টালগুলোকে মনিটরিং করলে গুজব অনেকাংশে কমে আসবে। এসময় তারা অনিবন্ধিত পত্রিকা ও অনলাইন পোর্টাল বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোছাঃ আফরোজা নাইচ রিমার সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত বক্তৃতা করেন তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মোঃ নিজামূল কবীর। বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক । মূল প্রবন্ধ উপস্থাপন করেন আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ আহসান কবীর। এসময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশত গণমাধ্যমকর্মী সভায় উপস্থিত ছিলেন।