মধ্যরাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

Nov 13, 2025 - 06:34
মধ্যরাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

অনলাইন ডেস্কঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের বাঐখোলা এলাকায় মধ্যরাতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এই অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান যাত্রীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘বাংলা স্টার’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাচ্ছিল। মহাসড়কের বাঐখোলা এলাকায় পৌঁছালে হঠাৎই কয়েকজন দুর্বৃত্ত এসে চলন্ত অবস্থায় বাসটির গায়ে দাহ্য পদার্থ ছুড়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে চালক দ্রুত বাসটি থামিয়ে দেন।

আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। অনেকে জানালা দিয়ে লাফিয়ে নামেন, কেউবা দরজা দিয়ে বেরিয়ে আসেন। স্থানীয়রা দ্রুত ছুটে এসে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে দেন। ফলে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়।

স্থানীয়রা পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটির ভেতরের আসন, জানালা ও মালামাল পুড়ে যায়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ূন কার্ণায়েন জানান, “আমরা খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি। সৌভাগ্যক্রমে কোনো যাত্রী হতাহত হয়নি, তবে বাসটি আংশিকভাবে পুড়ে গেছে।”

এ ঘটনাকে কেন্দ্র করে মহাসড়ক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা জানান, সাম্প্রতিক সময়ে একই ধরনের অগ্নিসংযোগের ঘটনা বেড়েছে। এতে দীর্ঘপথের যাত্রীদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। অনেকেই রাতের ভ্রমণ এড়িয়ে চলছেন।

স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, ঘটনাস্থল থেকে কিছু দাহ্য পদার্থের নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত নাশকতার অংশ হতে পারে। অপরাধীদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ।