আজ দেবী দুর্গার জাগরণ, মণ্ডপে মণ্ডপে পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি

Oct 8, 2024 - 10:55
আজ দেবী দুর্গার জাগরণ, মণ্ডপে মণ্ডপে পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি

স্টাফ রিপোর্টার,রংপুরঃ

প্রায় সব মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রতিমা প্রস্তুত হয়ে গেছে। কোথাও কোথাও প্রতিমা স্থাপনের কাজ শেষ। মণ্ডপ সাজানোর কাজও চলছে পুরোদমে। আজ (৮ অক্টোবর) মঙ্গলবার রংপুর নগরীর ৪টি পূজা মণ্ডপ ঘুরে এমন চিত্র দেখা যায়।

আয়োজকেরা বলছেন, সম্প্রতি বৃষ্টির কারণে প্রতিমা ও মণ্ডপ সাজানোর কাজ কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। তবে সব প্রস্তুতি সম্পন্ন করে যথাসময়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু করা সম্ভব হবে বলেও আশাবাদী তাঁরা।

দেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বোধন আজ মঙ্গলবার। বোধনের মাধ্যমে দেবী দুর্গাকে জাগ্রত করা হবে। আগামীকাল 

(৯ অক্টোবর ) বুধবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। এবার দেবী দুর্গার আগমন হবে দোলায় বা পালকিতে এবং বিদায় ঘোটক বা ঘোড়ায়।

রংপুর নগরীর মণ্ডপ সাজানোর কাজ চলছে। কেউ কেউ কর্কশিটে নকশা আঁকছিলেন, কেউ আলোকসজ্জায় ব্যস্ত, দিকনির্দেশনা দিচ্ছিলেন কেউ কেউ।

সরকারি হিসাবে, এ বছর সারা দেশে ৩২ হাজার ৬৬৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ অপতৎপরতা চালানোর চেষ্টা করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন এবং মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।