মোবাইলে বিয়ে, প্রবাসী স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

Nov 26, 2024 - 07:11
মোবাইলে বিয়ে, প্রবাসী স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

রাজধানীর যাত্রাবাড়ী সায়দাবাদের একটি বাসায় ইতালি প্রবাসীর স্বামীর ওপর অভিমান করে সুমাইয়া আক্তার (২০) নামে নারী আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি। সুমাইয়া ঢাকা মহানগর মহিলা কলেজের ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানিয়েছেন স্বজনরা।

টাঙ্গাইলের কালিহাতির রানদেব পুরের তাইজউদ্দিনের মেয়ে। বর্তমানে মায়ের সাথে সায়েদাবাদ এলাকায় ভাড়া থাকতো। 

আজ সোমবার (২৫) রাত আটটা নাগাদ অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের মা শাহীনুর বেগম জানান, প্রায় এক বছর আগে ইতালি প্রবাসী শরীফ নামে এক ছেলের সাথে মোবাইলে আমার মেয়ের সম্পর্ক হলে পারিবারিকভাবে মোবাইলেই তাদের বিয়ে হয়। মোবাইলে বিয়ের পর থেকেই আমার মেয়েকে তার স্বামী বলতে থাকে তুমি আমাদের দেশের বাড়িতে মায়ের কাছে চলে যাও। এতে আমার মেয়ে বলে তুমি এখনতো আমাকেই তুলে নাওনি, আমি তোমার বাপের বাড়ি কেন যাব। এই নিয়ে আজ সন্ধ্যায় ইতালি প্রবাসী স্বামীর সাথে মোবাইলে ঝগড়া হলে অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে আমার মেয়ে। পরে মেয়েকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার মেয়ে আর বেঁচে নেই। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে সুমাইয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সুত্রঃ ইন্ডিপেন্ডেন্ট টিভি