নীলফামারীতে অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন জলঢাকা উপজেলা

Jan 29, 2025 - 02:51
Jan 29, 2025 - 02:53
নীলফামারীতে অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন জলঢাকা উপজেলা

বিধান চন্দ্র রায়, দ্যা ডেইলি ইমেজ বিডিঃ 

নীলফামারীতে তারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) এর জেলা পর্যায়ের ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন জলঢাকা উপজেলা। 

মঙ্গলবার ( ২৮ জানুয়ারী) বিকেলে নীলফামারী সরকারি কলেজ মাঠে কিশোরগঞ্জ উপজেলাকে ট্রাইবেকারে ৫-৪ গোলে হারিয়ে জলঢাকা উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার এই স্বাদ গ্রহণ করেন।

নীলফামারী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।টুর্নামেন্টে জেলার ৬ টি উপজেলা ও পৌরসভাসহ ৭ টি দল অংশগ্রহন করেন।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন,জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন,মেজর রাফায়েত আমিন আলিফ,জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন,ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।