জলঢাকা ই-সেবা অ্যাপ,তরুনের হাতে এখন নাগরিক সেবা ডিজিটালে
বিধান চন্দ্র রায়, জলঢাকাঃ
প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে দেশের চেহারা, সহজ হচ্ছে নাগরিক সেবা গ্রহণের প্রক্রিয়া। এমনই একটি সময়োপযোগী উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন নীলফামারীর জলঢাকা উপজেলার এক তরুণ প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থী। রংপুর ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ডিপার্টমেন্টে অধ্যয়নরত শাহারিয়া রিদয় সুমন নির্মাণ করেছেন “জলঢাকা ই-সেবা” নামের একটি মোবাইল অ্যাপ্লিকেশন।
এই অ্যাপটির মাধ্যমে জলঢাকা উপজেলার প্রায় সকল গুরুত্বপূর্ণ তথ্য ও নাগরিক সেবা পাওয়া যাবে এক ক্লিকেই। উপজেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি সেবাসমূহ, স্থানীয় জরুরি যোগাযোগ, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ডায়াগনস্টিক, কুরিয়ার সার্ভিস, রেস্টুরেন্ট, বাস কাউন্টার, বিদ্যুৎ অফিস, ফেসবুক গ্রুপ, ব্লাড ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ৩৯টি ক্যাটাগরিতে বিভাজিত করে এই অ্যাপটি সাজানো হয়েছে।
শাহারিয়া রিদয় সুমন জলঢাকা পৌরসভার দক্ষিণ কাজিরহাট এলাকার বাসিন্দা বজলুর রহমানের ছেলে। তিনি বলেন, "নিজের জন্মভূমির মানুষের দৈনন্দিন সমস্যার সহজ সমাধান হাতের মুঠোয় তুলে দেওয়ার লক্ষ্যেই এ অ্যাপ তৈরি করেছি। একজন নাগরিক যেন ঘরে বসেই প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে পারেন—এটাই ছিল আমার মূল উদ্দেশ্য।"
জানা গেছে, “জলঢাকা ই-সেবা” অ্যাপটিতে রয়েছে উপজেলার ইতিহাস-ঐতিহ্য, চিকিৎসকদের তালিকা ও যোগাযোগ নম্বর, অ্যাম্বুলেন্স ও রক্তদাতা খুঁজে পাওয়ার সুবিধা, এমনকি সাংবাদিকদের নাম ও ওয়েবসাইট লিংকসহ তথ্যসমূহ।
বর্তমানে অ্যাপটি গুগল ড্রাইভে প্রকাশিত রয়েছে। যেকোনো ব্যক্তি এই লিংকে- https://drive.google.com/drive/folders/1-ghns2ONdFh9gnXpkoPJjMtqfCW8g5s6?usp=sharing ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। নির্মাতা শাহারিয়া রিদয় সুমন জানান, সময়ের সাথে সাথে এই অ্যাপের তথ্য ও ফিচার হালনাগাদ করা হবে।
স্থানীয়রা বলছেন, তরুণদের এমন উদ্ভাবনী চিন্তাধারা ও কাজ সত্যিই অনুপ্রেরণামূলক। এতে জলঢাকার নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তারা।