রংপুরে গঠিত হলো অনলাইন সাংবাদিকদের নতুন সংগঠন, আহ্বায়ক কমিটি ঘোষণা
স্টাফ রিপোর্টার,রংপুরঃ
রংপুরে অনলাইন সাংবাদিকদের জন্য একটি নতুন সংগঠন গঠন করা হয়েছে, যার উদ্দেশ্য হল পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। শনিবার (৩ মে) অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে গঠিত হয়েছে ‘রংপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন’-এর পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি।
কমিটির নতুন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশনিউজ বিডি২৪-এর নিজস্ব প্রতিবেদক আতিক হাসান, এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বায়ান্নর আলো'র বিশেষ প্রতিবেদক ফেরদৌস জয়। এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
▪️নাঈম ইসলাম, স্টাফ রিপোর্টার, এইট নিউজ
▪️খুশবু হাসান রনি, প্রতিবেদক, কালের কণ্ঠ ডিজিটাল
▪️তুষার আচার্য্য, নিজস্ব প্রতিবেদক, আরসি টিভি
কমিটি গঠন উপলক্ষে এক প্রেস কনফারেন্সে আহ্বায়ক আতিক হাসান ও সদস্য সচিব ফেরদৌস জয় জানিয়েছেন, “রংপুরে কর্মরত অনলাইন সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। এই সংগঠন সেই প্রতিবন্ধকতাগুলো দূর করে সবার জন্য পেশাগত দায়িত্ব পালন সহজ এবং কার্যকর করতে কাজ করবে।”
কমিটির সদস্যরা জানান, সংগঠনের সদস্যপদ গ্রহণের প্রক্রিয়া শুরু হবে খুব শিগগিরই। রংপুরে কর্মরত সকল অনলাইন সাংবাদিককে সংগঠনে অন্তর্ভুক্তির জন্য ফরম সংগ্রহ করতে আহ্বান জানানো হয়েছে।
এদিকে, সভায় গঠিত আহ্বায়ক কমিটি আগামী ত্রিশ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তাব করবে বলে জানানো হয়েছে।