বৈশাখী টেলিভিশনে জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন হারুন অর রশিদ রিয়াদ
বিধান চন্দ্র রায়, বিশেষ প্রতিনিধিঃ
বৈশাখী টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক হারুন অর রশিদ রিয়াদ। সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষ তাকে এ পদে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করে।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় সক্রিয় হারুন অর রশিদ এর আগে দৈনিক কালবেলা-তে জলঢাকা উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাঠপর্যায়ের সংবাদ সংগ্রহে তার দক্ষতা, অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি ও পেশাদারিত্ব তাকে নীলফামারীর সাংবাদিক মহলে সুপরিচিত ও সম্মানিত করে তুলেছে।
নতুন দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, “বৈশাখী টেলিভিশনের মতো একটি প্রতিষ্ঠিত গণমাধ্যমে কাজ করার সুযোগ পাওয়া যেমন গর্বের, তেমনি এটি আমার জন্য একটি বড় দায়িত্বও। আমি চেষ্টা করবো জেলার মানুষের কথা নির্ভরযোগ্যভাবে তুলে ধরতে এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতায় অবিচল থাকতে।”
তার এই নিয়োগে জেলার সাংবাদিক সমাজ এবং সুধীজনদের মাঝে আনন্দ ও উৎসাহের পরিবেশ বিরাজ করছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, অভিজ্ঞ এই সাংবাদিক জেলার গণমাধ্যম জগতে ইতিবাচক ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, বৈশাখী টেলিভিশন দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল, যা জাতীয় ও আঞ্চলিক সংবাদ কাভারেজে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে।