সচিবালয়ে কাল থেকে এক ঘণ্টা কর্মবিরতি

May 28, 2025 - 20:48
সচিবালয়ে কাল থেকে এক ঘণ্টা কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, দ্যা ডেইলি ইমেজ বিডিঃ

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার থেকে সচিবালয়সহ সারাদেশে বিভাগীয় ও জেলা প্রশাসনের দপ্তরগুলোতে প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা–কর্মচারী ঐক্য ফোরাম।

আজ (বুধবার) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। দাবি পূরণ না হলে ৩১ মে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

ঐক্য ফোরামের কো–চেয়ারম্যান বাদীউল কবীর এই অধ্যাদেশকে 'কালো আইন' আখ্যা দিয়ে বলেন, ইতিমধ্যে আলোচনার মাধ্যমে ‘সবুজ সংকেত’ মিলেছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন চলবে। জরুরি সেবা সংশ্লিষ্ট কর্মীরা যেন আধা ঘণ্টার বেশি কর্মবিরতিতে না থাকেন, সে অনুরোধও জানান তিনি।

ঐক্য ফোরামের আরেক কো–চেয়ারম্যান মুহা. নূরুল ইসলাম জানান, ৩১ মে পর্যন্ত কর্মবিরতি চলবে এবং দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেয়। এরপর থেকে সচিবালয়সহ দেশের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা এ অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনে নামেন।