মাদ্রাসা-মাধ্যমিকে ছুটি শুরু আজ, প্রাথমিক ও কলেজে ৩ জুন

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে দীর্ঘ ছুটি। রোববার (১ জুন) থেকে মাদ্রাসা, মাধ্যমিক ও ভোকেশনাল পর্যায়ের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তবে সাপ্তাহিক ছুটি থাকায় কার্যত ২৯ মে থেকেই এসব প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।
মাধ্যমিক ও ভোকেশনাল পর্যায়:
১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ছুটি নির্ধারিত হয়েছে মাধ্যমিক ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। তবে ২০ ও ২১ জুন শুক্র ও শনিবার হওয়ায় কার্যত ক্লাস শুরু হবে ২২ জুন থেকে।
মাদ্রাসায় সবচেয়ে দীর্ঘ ছুটি:
সরকারি ও বেসরকারি আলিয়া, ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসাগুলোর ছুটি শুরু হয়েছে ১ জুন থেকে এবং চলবে ২৫ জুন পর্যন্ত। এতে মাদ্রাসার শিক্ষার্থীরা পাচ্ছে সর্বোচ্চ ২৫ দিনের ছুটি। পাঠদান শুরু হবে ২৬ জুন থেকে।
প্রাথমিক বিদ্যালয়:
৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে ৩ জুন এবং চলবে ২৩ জুন পর্যন্ত। ক্লাস শুরু হবে ২৪ জুন থেকে।
কলেজ পর্যায়:
সরকারি ও বেসরকারি কলেজগুলোতে ঈদের ছুটি শুরু হবে ৩ জুন এবং শেষ হবে ১২ জুন। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরবে ১৩ জুন থেকে।
ছুটিতে বৈচিত্র্য:
২০২৫ শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডার বিশ্লেষণে দেখা গেছে, শিক্ষা স্তরভেদে ছুটির মেয়াদে রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য। কোথাও ছুটি ১০ দিনের মতো, আবার কোথাও তা ছাড়িয়েছে ২৫ দিন। সবচেয়ে বেশি ছুটি পাচ্ছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।