বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

খেলা ডেস্ক,দ্যা ডেইলি ইমেজ বিডিঃ টি-টোয়েন্টি সিরিজে আর ঘুরে দাঁড়ানো হলো না বাংলাদেশের। শেষ ম্যাচে মোহাম্মদ হারিসের বিধ্বংসী সেঞ্চুরির সামনে দাঁড়াতে পারেনি টাইগাররা। ফল—৭ উইকেটের বড় হার, আর তার সঙ্গে ৩-০ ব্যবধানে সিরিজ হার। হোয়াইটওয়াশের লজ্জায় ডুবতে হলো সাকিববিহীন বাংলাদেশ দলকে।
টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শাদাব খান। ব্যাট হাতে নেমে শুরুটা ছিল চমৎকার। দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম তুলে ফেলেন ১০.৫ ওভারে ১১০ রানের জুটি। ইমন ৫২ ও তামিম করেন ৬১ রান। তবে দারুণ শুরু করা বাংলাদেশ ইনিংসের দ্বিতীয়ভাগে ছন্দ হারিয়ে ফেলে। শেষ ৯ ওভারে মাত্র ৮৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৯৬ রান, যা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ হলেও, জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।
পাকিস্তান ইনিংসে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করতে থাকেন দুই ওপেনার। সাইম আইয়ুব ৪৫ রান করে ফিরে গেলেও মূল ঝড় তুলেছেন এক প্রান্ত আগলে রাখা মোহাম্মদ হারিস। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশের জয়ের সব সম্ভাবনাই শেষ করে দেন তিনি। এটি তার ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি এবং পাকিস্তানের প্রথম ব্যাটার হিসেবে ওপেনার ছাড়া শতক করার কীর্তি গড়েন হারিস।
হারিসের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে মাত্র ১৮.২ ওভারে ১৯৭ রান তুলে নেয় পাকিস্তান। জয়ের জন্য প্রয়োজনীয় রান তারা করে নেয় ১৬ বল হাতে রেখেই।