র্যাব-১৩ এর অভিযানে ফেন্সিডিলসহ ডিমলার এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো: জাহিদুল ইসলাম,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
র্যাব-১৩ এর অভিযানে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা এলাকা হতে ১৭৫ বোতল ফেন্সিডিলসহ ডিমলা উপজেলার এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বাংলাদেশ আমার অহংকার’-এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায়, তারিখ ১৬/০৬/২০২৫ ইং রাত ১০.৩০ ঘটিকার সময় র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন রনচন্ডি এলাকা হতে ধৃত আসামীর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশী করে ১৭৫ বোতল ফেন্সিডিলসহ এক জন মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর ইসলাম (২৯), পিতা-মোঃ আয়নাল হক, সাং-পশ্চিম ছাতনাই, থানা- ডিমলা, জেলা-নীলফামারী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।