গরীবের হক মারে তাদের ক্ষমতায় বসানো যাবে না: নীলফামারীতে মুফতি ফয়জুল করীম

মো: জাহিদুল ইসলাম,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন আগামীতে নতুন কোন ফ্যাসিস্টকে ক্ষমতায় আনা যাবে না। এজন্য বৃদ্ধ, যুবক-যুবতী, নারী-পুরুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসীদের, যারা গরীব মানুষের চাল লুট করে, গুদামে সংরক্ষণ করে, যারা গরীবের হক মারে তাদের ক্ষমতায় বসানো যাবে না তিনি ২৩ ই, জুন সোমবার বিকেলে নীলফামারী পৌরসভা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। দলটির জেলা শাখার সভাপতি ইয়াসিন আলীর সভাপতিত্বে জনসভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আসাদুজ্জামান বিপ্লব।
ভারতের উদ্দেশ্যে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, আপনারা যদি ভাবেন ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারে না তাহলে আপনারা ভ্রান্ত ধারণা নিয়ে আছেন। আমরা বলি বাংলাদেশ ছাড়া ভারত চলতে পারে না। যা প্রমাণ হয়েছে ৫ই আগষ্টের পরে। আগামী নির্বাচনে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে চায় উল্লেখ করে মুফতি ফয়জুল করীম বলেন, ইসলামীক দলগুলোর ব্যালট বাক্স একটা দিতে চাই আমরা এবং ঐতিহাসিক বিজয় হবে বাংলাদেশের মুসলমানদের। প্রধান অতিথি বলেন, প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন না হলে দেশে আবারো ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত হবে, আমরা নতুন কোন ফ্যাসিস্টকে ক্ষমতায় চাই না, চাই ইসলামী শাসন ব্যবস্থা।
বিশেষ অতিথি হিসেবে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট হাছিবুল ইসলাম ও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার। জনসভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর ৪টি আসনের মধ্যে ৩টি আসনের ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থীর নাম ঘোষণা করেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। প্রার্থীরা হলেন, নীলফামারী-২ আসনে অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম, নীলফামারী-৩ আসনে আমজাদ হোসেন ও নীলফামারী-৪ আসনে শহিদুল ইসলামের, নাম ঘোষণা করা হয়।