রাবিতে জাতিসংঘ প্রতিনিধি দল
দ্যা ডেইলি ইমেজ বিডিঃ
বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়াইন লুইসের নেতৃত্বে এক প্রতিনিধিদল আজ সকাল ৯:৩০ মিনিটে টায় প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। এসময় তাঁরা রাবির পঠন-পাঠন এবং বিশেষভাবে ২০২৪ এর বিপ্লব পরবর্তীতে নারীর ক্ষমতায়ন ও মূলধারায় নারীর তরুণ নেতৃত্বকে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা করেন। এসময় উপাচার্য তাঁদের রাবির শিক্ষা সংশ্লিষ্ট কার্যক্রমে নারীর অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করতে এবং নারীদের হয়রানি ও কটুক্তি রোধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এসময় রাবিকে প্রয়োজনীয় সহযোগিতার আগ্রহ ব্যক্ত করলে উপাচার্য তাকে স্বাগত জানান ও এই বিষয়ে আগামীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন।
প্রতিনিধিদলে আরো ছিলেন ইউএন উইমেন এর প্রতিনিধি গীতাঞ্জলি সিং, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের প্রধান লুই বারবার, ইউএন উইমেন বাংলাদেশ এর কর্মকর্তা সৈয়দা সামারা মোরতাদাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেত্রী উমামা ফাতেমা ও রাবির ছাত্রনেত্রী তাসিন খান।
মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম ও সহকারী পরিচালক প্রফেসর মো. আতিকুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. হাসনাত কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদলটি কয়েকটি ছাত্রী হল পরিদর্শন করে ও প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে ছাত্রীদের সাথে সংলাপে মিলিত হয়।