২০১৮ সালের নির্বাচনের সময় ডিসি থাকা ৩৩ কর্মকর্তাকে ওএসডি
অনলাইন ডেস্কঃ ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ জেলা প্রশাসককে (ডিসি) তাদের বর্তমান পদ থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার। আজ বুধবার এ সংক্রান্ত পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এসব কর্মকর্তারা বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে যুগ্ম সচিব ও সমপর্যায়ের পদে দায়িত্ব পালন করছিলেন।
প্রজ্ঞাপনে ওএসডির কারণ উল্লেখ করা হয়নি। শুধু জনস্বার্থে এ আদেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।