একই ব্যক্তির ভাগ্যে পরপর দুটি ফ্রিজ! নীলফামারীতে চাঞ্চল্য

Jul 7, 2025 - 00:12
একই ব্যক্তির ভাগ্যে পরপর দুটি ফ্রিজ! নীলফামারীতে চাঞ্চল্য
ছবিঃ সংরক্ষিত

নীলফামারী প্রতিনিধিঃ একই ব্যক্তির ভাগ্যে জুটেছে পরপর দুটি ফ্রিজ! ঘটনাটি ঘটেছে নীলফামারী সদরের পুলিশ লাইন্স এলাকার উত্তর পাড়া গ্রামে। স্থানীয় মো. শাহীন আলম নামের ওই ব্যক্তি দুইটি পৃথক মেলার লটারি টিকিটে পরপর দুটি ফ্রিজ জিতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন।

জানা যায়, সম্প্রতি নীলফামারীর নটখানা মাঠ এবং সৈয়দপুর ক্যান্টনমেন্ট এলাকায় আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্পমেলার প্রবেশ টিকিটে লটারি অনুষ্ঠিত হয়। উভয় মেলার লটারিতে দুটি ভিন্ন টিকিটের মাধ্যমে শাহীন আলম দু’টি ফ্রিজ জেতেন।

স্থানীয়রা বলছেন, এমন ঘটনা সচরাচর দেখা যায় না। এক ব্যক্তির ভাগ্যে একই সময়ে দুটি মূল্যবান পুরস্কার পড়ায় অনেকেই বিষয়টিকে ‘ভাগ্যের চমক’ বলেই দেখছেন।

বিজয়ী শাহীন আলম বলেন, “আল্লাহর রহমতে পরপর দুটি লটারিতে ফ্রিজ জিতেছি। এমনটা কখনো ভাবিনি। এর আগেও লটারি থেকে বিভিন্ন পুরস্কার জিতেছি। শখ করে অটোভ্যানে ঘুরতে গিয়ে টিকিট কেটেছিলাম। এখন মনে হচ্ছে—শখটাই হয়ে উঠলো সৌভাগ্য!”

আয়োজক কমিটির একজন সদস্য জানান, “লটারির সম্পূর্ণ প্রক্রিয়াটি ছিল স্বচ্ছ ও নিয়মমাফিক। প্রতিটি টিকিটের ছিল স্বতন্ত্র নম্বর এবং বিজয়ীদের নাম ঘোষণা করা হয় উপস্থিত দর্শকদের সামনে।”

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আনন্দ বিরাজ করছে। আয়োজকরা জানিয়েছেন, এ খবরে মেলার দর্শনার্থীর সংখ্যা আরও বেড়েছে।