ডিমলায় মাদরাসার পুরাতন ভবনের সংস্কার ও স্থায়ী একাডেমিক ভবন নির্মাণ দাবিতে মানববন্ধন
মো: জাহিদুল ইসলাম,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর ছাতনাই কেরামতিয়া আলিম মাদরাসার পুরাতন ভবনের সংস্কার ও স্থায়ী ভবনের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে মাদরাসা চত্বরে শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, মাদরাসার পুরাতন ভবনসমূহ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বর্ষাকালে শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ে, ছাদ থেকে পানি চুইয়ে পড়ে এবং ভেজা পরিবেশে শিক্ষার্থীরা শ্রেণি কক্ষে ক্লাসে অংশ গ্রহণ করতে বাধ্য হয়। এতে পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পরীক্ষার সময়েও দুর্ভোগের শেষ থাকে না। বর্তমানে মাদরাসাটিতে এক হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে।
শিক্ষার্থীরা ব্যানার হাতে বিভিন্ন দাবি সম্বলিত স্লোগান দেন। তাদের স্লোগানে উঠে আসে শিক্ষার পরিবেশ চাই, নিরাপদ অবকাঠামো চাই, শ্রেণি কক্ষে বৃষ্টি কেন, প্রশাসন জবাব চাই’ ‘আমাদের দাবি মানতে হবে, শিক্ষার অধিকার ফিরিয়ে দিতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন মানবন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, অবকাঠামোগত সমস্যার কথা বহুবার
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এজন্য বাধ্য হয়েই আমরা এই আন্দোলনে রাস্তায় নেমেছি।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা বলেন, মাদরাসাটি এ অঞ্চলের একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হলেও এর উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায় না। দ্রুত ব্যবস্থা না নিলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে।