বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার খালাতো ভাই তুহিনের জামিন মঞ্জুর

May 9, 2025 - 10:32
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার খালাতো ভাই তুহিনের জামিন মঞ্জুর

মো: জাহিদুল ইসলাম,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারী জেলার সাবেক বিএনপির সভাপতি নীলফামারী-১ আসনের সাবেক এমপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার খালাতো ভাই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর বিরুদ্ধে ২০০৭ সালে দুদকের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে (২৯ এপ্রিল) সকালে পৃথক দুটি বিশেষ জজ আদালতে তার আইনজীবী মাধ্যমে চিফ মেট্রোপলিটন ঢাকা আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করলে। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

৮ই মে (বৃহস্পতিবার) মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের তুহিন চৌধুরীর আইনজীবী হিসাবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাজিব হাসান জামিন এর প্রার্থনা করলে শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত।

 ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর জামিন হওয়ার সংবাদ শোনা মাত্রই নীলফামারী জেলা সহ বিভিন্ন উপজেলার বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠন ও আপামর জনগণ তাৎক্ষণিক প্রতিটি উপজেলা দলীয় কার্যালয় হতে আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।